Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্যতিক্রমী আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত 
Saturday April 19, 2025 , 6:27 pm
Print this E-mail this

“শব্দে শব্দে শোভিত হোক বৈশাখ”-এই প্রতিপাদ্যে

বরিশালে ব্যতিক্রমী আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিল্প-সংস্কৃতি চর্চায় নিবেদিত প্রতিষ্ঠান জীবনানন্দ ললিতকলা একাডেমি “শব্দে শব্দে শোভিত হোক বৈশাখ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করেছে একটি ব্যতিক্রমধর্মী আবৃত্তি সন্ধ্যা—‘উচ্চারণে ঐতিহ্য’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের ঐতিহ্যবাহী খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। শুধুমাত্র কবিতা ও আবৃত্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সন্ধ্যা শ্রোতাদের হৃদয়ে সৃষ্টি করে গভীর শিল্পবোধের অনুরণন। আবৃত্তি পরিবেশন করেন-বরিশাল নাটকের আবৃত্তি সম্পাদক সুজয় সেন গুপ্ত, ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মণি মুক্তা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার, কবি ও সাংবাদিক মেহেদি হাসান, কবি ও লেখক হুযাইফা রহমান, বরিশাল বেতারের ঘোষক ও সংবাদ পাঠক নেজারুল ইসলাম বাবু, সংগীতশিল্পী ও উদীচী বরিশালের সহ-সাধারণ সম্পাদক কমল ঘোষ, বরিশাল বেতারের ঘোষক তাসনিম সিদ্দিকি সিয়াম, কবি ও সাংবাদিক অনিকেত মাসুদ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও বাচিক শিল্পী মশিউর। অনুষ্ঠান সঞ্চালনা ও আবৃত্তি করেন-বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার ঢাকার সংবাদ পাঠিকা এবং জীবনানন্দ ললিতকলা একাডেমির ব্যবস্থাপনা প্রধান রাখী সায়ন্তনী। একাডেমির শিক্ষার্থীদের কণ্ঠে নিজেদের চর্চার সেরা প্রকাশ ঘটে এই সন্ধ্যায়। অভিভাবকদের অংশগ্রহণ এই আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় দেশের শ্রমজীবী মানুষদের প্রতি, যাঁদের ঘাম ও পরিশ্রমেই সমাজ ও সভ্যতা এগিয়ে চলে। স্বাগত বক্তব্য রাখেন-জীবনানন্দ ললিতকলা একাডেমির পরিচালক, কবি ও সাংবাদিক সুকান্ত অপি। তিনি বলেন, জীবনানন্দ ললিতকলা একাডেমি কেবল কণ্ঠচর্চার কেন্দ্র নয়, এটি একটি বিশ্বাস, যেখানে প্রতিটি উচ্চারণ মানে আত্মপ্রকাশের স্বাধীনতা। আবৃত্তি শেষে মন্তব্য রাখেন-বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য আজমল হোসেন লাবু, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, সাবেক সভাপতি ও ঝালকাঠি কলেজের সাবেক অধ্যক্ষ বিমল চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বাহ্ উদ্দিন গোলাপ এবং খেয়ালী গ্রুপ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও জীবনানন্দ ললিতকলা একাডেমির যন্ত্র সংগীত অনুষদের প্রধান সঞ্জিত সমদ্দার প্রমুখ। গভীর শিল্পচেতনায় নির্মিত এই আয়োজন বরিশালের সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের