Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বরফ সংকটে ইলিশ নিয়ে বিপাকে 
Wednesday August 9, 2017 , 6:20 pm
Print this E-mail this

এক ক্যান বরফ কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়

বরিশালে বরফ সংকটে ইলিশ নিয়ে বিপাকে


স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন ধরে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ।কিন্তু বিদ্যুৎ সমস্যার কারণে জেলেদের চাহিদা মতো বরফ উৎপাদন না হওয়ায় ট্রলার যেমন পুনরায় সাগরে যেতে হিমশিম খাচ্ছে, তেমনি পাইকাররাও মাছ কিনে বিপাকে পড়ছেন।বরফ সংকট থাকায় পাইকারদের চাহিদা মতো বরফ না পাওয়ায় মাছ নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন তারা।সংকট থাকায় বরফের দামও আকাশ ছোঁয়া।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার আড়ৎ, কুয়াকাটার মহিপুর আড়ৎ, পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটসহ উপকূলীয় এলাকার বিভিন্ন মৎস্য আড়তে ট্রলারে ইলিশ বোঝাই করে ভিড় করছেন জেলেরা।ইলিশের ভরা মৌসুমে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার পিস বরফ প্রয়োজন হয় জেলেদের।পাথরঘাটাসহ উপকূলের বেশি সংখ্যক জেলেদের বরফের চাহিদা মেটায় পাথরঘাটায় অন্তত ২২টি বরফ মিল।প্রতিটি বরফ মিলেই কমবেশি বরফ উৎপাদন করে থাকে।বরফ কল মালিকরা জানান, বিদ্যুৎ ২৪ ঘণ্টার মধ্যে মাত্র দুই থেকে তিন ঘণ্টা থাকে।এতে বরফ উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়।একটি বরফ পূর্ণাঙ্গ হতে ৭২ ঘণ্টা সময় লাগে।সেখানে ২৪ ঘণ্টায় বিদ্যুৎ যদি থাকে ৩ ঘণ্টা তাহলে বরফ উৎপাদন করা সম্ভব হয় না।মৎস্য আরৎদাররা জানান, এখন ইলিশ প্রচুর পরিমাণে হওয়ায় দামও কম।সে কারণে ইলিশ বেশি কেনায় বরফও বেশি প্রয়োজন।কিন্তু বিদ্যুতের কারণে বরফ পাওয়া যাচ্ছে না।যেখানে এক পিস (ক্যান) বরফ বিক্রি হতো ২০০ থেকে ৩০০ টাকায়, সেখানে এক ক্যান বরফ কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ কর্মকর্তারা জানান, বিদ্যুতের চাহিদানুযায়ী উৎপাদন কম হওয়ায় এ সমস্যাগুলো হচ্ছে।

 




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু