Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩১, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পল্লী বিদ্যুতের ঠিকাদারের হামলায় গ্রাহক আহত 
Saturday August 26, 2017 , 1:01 pm
Print this E-mail this

সাব-ঠিকাদার সেলিম রেজার নেতৃত্বে কাজী সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়

বরিশালে পল্লী বিদ্যুতের ঠিকাদারের হামলায় গ্রাহক আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার কর্তৃক হামলা চালিয়ে এক গ্রাহককে আহত করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ ভালুকশী গ্রামে।আহত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সেলিম রেজা ভালুকশী গ্রামের কাজী বাড়ীর পাশে জমির মাঝখানে খুঁটি পুততে গেলে ওই গ্রামের কাজী আব্দুল কুদ্দুসের পুত্র কাজী সেলিম সাব-ঠিকাদারকে বিদ্যুতের খুঁটিটি জমির মাঝখানে না পুতে দুই জমির মাঝে (আইল) কোপার জন্য বলেন।ওইসময় সাব-ঠিকাদার সেলিম রেজা দুই জমির মাঝে (আইল) খুঁটি পোতার জন্য দুই হাজার টাকা দাবী করেন।একপর্যায়ে সেলিম রেজাকে এক হাজার টাকা দেয়া হয়।বৃহস্পতিবার বিকেলে বাকী এক হাজার টাকা চাইতে গেলে কাজী সেলিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাগ্বিতন্ডার একপর্যায়ে সাব-ঠিকাদার সেলিম রেজার নেতৃত্বে কাজী সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।স্থানীয়রা উদ্ধার করে আহত কাজী সেলিমকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী