|   
 
 
 |  |  |    | 
	
   
মোটরসাইকেলে চালকসহ দু’জনের বেশি বহন করা যাবে না, এ অভিযান চলমান 
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ 
 
  
 
  				
		 
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার (মে ১৮) বেলা ১১টায় বরিশাল নগরীর সাগরদী এলাকার মেসার্স ডোস্ট ট্রেডার্স ফিলিং স্টেশন ও এলপিজি কনভারশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, পরিদর্শক আ. রহিম, পল্লব কুমার সাহা, সার্জেন্ট জাকির হোসেনসহ কর্মকর্তারা। কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়া পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ট্রফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বিএমপির ট্রাফিক পুলিশ। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দু’জনের বেশি বহন করা যাবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে। 
				 Post Views: ০
			 
 | 
						
  |    |  |  |  
 
 |  
 |  |  |   | 
 Archives		
		
			
  |  |   |  |  |   
 |    |  |  | 
				
 | 
 |