Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি 
Sunday November 7, 2021 , 5:29 pm
Print this E-mail this

আতংক বিরাজ করছে উপজেলার সাধারণ মানুষের মধ্যে

বরিশালের বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি


বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি। আতংক বিরাজ করছে উপজেলার সাধারণ মানুষের মধ্যে। উপজেলার বিভিন্ন পয়েন্টে সন্ধা নামতেই দেখা যায় তাদের আনাগোনা ছিনতাই মারামারিসহ বিভিন্ন অপকর্মের। উপজেলার বাবুগঞ্জ কলেজ গেট, রহমতপুর বাসস্টপ, দোয়ারিকা সেতু, মিরগঞ্জ ফেরী, কেদারপুর, খানপুরা, ছোট মিরগঞ্জ, দুর্গা সাগর, মোহনগঞ্জ, জুনিয়র বাজারসহ চাঁদপাশাসহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাংয়ের উৎপত্তি দেখা মেলে। গোপন সূত্রে জানাযায় রহমতপুর বাসস্টপ, বাবুগঞ্জ কলেজগেট, দোয়ারিকা সেতু, ছোট মীরগঞ্জ, দুর্গা সাগর, মোহনগঞ্জ, জুনিয়র বাজার, চাঁদপাশা নিয়ন্ত্রণ করেন কিশোর গ্যাংশের মূল হোতা কামাল হোসেন, যিনি ঢাকা-বরিশাল মহা-সড়কের রহমতপুর বাসস্টপে মাংস দোকানের আদলে ইয়াবার রাজ্য গড়ে তুলেছিলেন এবং তিনি ও তার স্ত্রীসহ র ্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতারও হন। কিন্তু দীর্ঘদিন কারাভোগের পর আবারও জেল থেকে বেড়িয়ে আবারও ইয়াবার সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার সহযোগী হিসাবে রয়েছে মহাসিন প্যাদা। যিনি ইয়াবা কেলেঙ্কারি মারামারিসহ রয়েছে বেশ কিছু মালমা। র ্যাব ও ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলো অনেকবার। তারা সর্বনাশা ইয়াবা দিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আকৃষ্ঠ করে তৈরি করছেন কিশোর গ্যাং। বাবুগঞ্জে চলমান বিভিন্ন অপকর্মের টেন্ডারবাজি মারামারিসহ রাত-বিরেতে ছিনতাই ও বিভিন্ন অপকর্মের লিপ্ত করেছে কিশোরদের। গত ২৩ আগষ্ট উপজেলা খাদ্য গুদামে নিলামে অংশ গ্রহণকারী ও দুই সাংবাদিকে প্রকাশে হামলা করেন কামাল ও মহাসিন এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা এবং ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় উপজেলা চত্বরে ২ নভেম্বর ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা করেন কামাল ও তার দল-বল। অন্যদিকে উপজেলার কেদারপুর খেয়াঘাট অটো স্ট্যান্ডে ২৮ তারিখ সন্ধায় অটো চালকদের দফায় দফায় মারধর করে একদল কিশোর গ্যাং। গত ৩ নভেম্বর সিসি ফুটেজে দেখা যায় বাবুগঞ্জ বাজার থেকে সুকৌশলে একটি মাহিন্দ্রা চুরি হয়। পরে মাহিন্দ্রাটি গাড়িটি কামাল হোসেনের এলাকা চাদপাশা থেকে পুলিশ উদ্ধার করে। এবিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা