Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলা নদীর চর দখলে দেড় শতাধিক ভূমিদস্যু 
Monday January 29, 2018 , 2:36 pm
Print this E-mail this

নির্মিত হয়েছে দুটি ইটভাটা, মাছের ঘের, গরুর খামার, ডকইয়ার্ড

বরিশালের কীর্তনখোলা নদীর চর দখলে দেড় শতাধিক ভূমিদস্যু


বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর জেগে ওঠা চর দখলে পিছিয়ে নেই আওয়ামীলীগ পরিচয়দানকারী কতিপয় ব্যক্তি, বিএনপির নেতৃত্বস্থানীয় নেতা, আইনজীবীসহ ব্যবসায়ীরা। নদীতে জেগে ওঠা চর এলাকায় নদী ভরাট করে কৃত্রিম চরের মাধ্যমে বৃদ্ধি করা হয়েছে চরের পরিমাণ। সূত্রমতে, বছরের পর বছর এভাবে কৃত্রিম চর বাড়ানো হলেও ভূমিদস্যুদের ক্ষমতার কাছে অসহায় স্থানীয় প্রশাসন। ফলে কোন ধরনের বাধাঁ বিঘ্ন ছাড়াই চরের জমিতে ভূমিদস্যুরা গড়ে তুলেছে ইটভাটা, মাছের ঘের ও মুরগীর ফার্ম। এমনকি ঘর তুলেও ভাড়া দেয়াসহ প্লট আকারেও বিক্রি করা হচ্ছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নগরীকে ঘিরে রাখা কীর্তনখোলা নদীতে আশির দশকে জেগে ওঠে ২৩ একর জমি। যা রসুলপুর চর নামে পরিচিত। এরপর যে দলই ক্ষমতায় এসেছে সেই দলের প্রভাবশালী নেতাকর্মী ও সমর্থকরা চর সংলগ্ন নদী দখল করে বাঁশ এবং চাটাই দিয়ে সৃষ্টি করেছে কৃত্রিম চর। ফলশ্রুতিতে ২৩ একরের চর এখন ৫০ একরে পরিণত হয়েছে। আর সেখানেই বহুতল ভবন থেকে শুরু করে মাছের ঘের, ছোট বড় ঘর তৈরি করে ভাড়া দেয়া হয়েছে। এমনকি চরের জমিও বিক্রি করা হচ্ছে। এভাবেই কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে জেগে ওঠা মোহাম্মদপুর চর, দপদপিয়ার চর, কর্ণকাঠী চর, পলাশপুর চর, খোন্নারের চর এবং চরবাড়িয়ার চর একইভাবে বৃদ্ধি করে দখল করা হয়েছে। চর দখলের সাথে জড়ি রয়েছে দেড় শতাধিক ভূমিদস্যু। এদের মধ্যে চরবাড়িয়ার চর দখল করে দুটি ইটভাটা করেছেন আওয়ামীলীগ পরিচয়ধারী ইউনুস আলী, সাত নম্বর পলাশপুর চরে মাছের ঘের করেছেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন ও কাউন্সিলর মাইনুল হক, মোহাম্মদপুর চর দখল করে বিশাল বাউন্ডারী ওয়াল দিয়েছে এমইপি কোম্পানী, মোহাম্মদপুর চরে বিশাল ঘের রয়েছে প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়ার, একই চরে ব্যবসায়ী হারুন-অর রশিদের রয়েছে গরুর খামার, রসুলপুর চরে কোতোয়ালী যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর হারুন-অর রশিদের রয়েছে মাছের ঘের ও বাউন্ডারী ওয়াল ঘেরা জমি, রসুলপুর চরে আওয়ামীলীগ পরিচয়ধারী এমরান হোসেন দুই শতাধিক ঘর তুলে ভাড়া দিয়েছে, মোহাম্মদপুর চরে কাউন্সিলর জয়নাল আবেদীন গড়ে তুলেছে ডকইয়ার্ড, আইনজীবী শহিদ হোসেনের রয়েছে বিশাল মাছের ঘের ও বাউন্ডারী ওয়াল করা জমি। নাম প্রকাশ না করার শর্তে কৃষক ফেডারেশনের জেলা শাখার দায়িত্বশীল এক নেতা বলেন, উল্লেখিত চরসহ জেলায় বিভিন্ন নদীতে জেগে ওঠা চরের সাথে নদী ভরাট করে কৃত্রিম চর সৃষ্টি করে তার দখল টিকিয়ে রাখতে ভূমিদস্যুদের নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। ওই নেতা আরও জানান, দীর্ঘদিন থেকে কৃত্রিম চর সৃষ্টিসহ দখল অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে মাঝে মধ্যে কিছু উদ্যোগের কথা শোনা গেলেও তা আর বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ক্যাপিটাল ড্রেজিং শুরু হলে নদীর গভীরতা বাড়বে এবং কৃত্রিম চর সৃষ্টির আর কোন সুযোগ থাকবে না।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ