Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ 
Thursday January 13, 2022 , 12:10 am
Print this E-mail this

এক ছাত্রী ও তার স্বামী‌কে মারধ‌রের ঘটনার মামলায় জয়‌ গ্রেফতার

ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামী‌কে মারধ‌রের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (জানুয়ারি ১২) রাত ১০টায় তা‌কে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান। তিনি ব‌লেন, মঙ্গলবার রা‌তে বিশ্ববিদ‌্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় বিশ্ববিদ‌্যাল‌য়ের এক ছাত্রী ও তার স্বামী‌কে মারধ‌রের ঘটনার মামলায় জয়‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। জয় এ মামলার প্রধান আসামি। ব‌রিশাল বিশ্ববদ্যালয়ের প্রক্টর খোর‌শেদ আলম জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এলাকায় ন্যাক্কারজনক ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এতে আমরা খুশি। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, ব‌রিশাল বিশ্ববদ্যালয় সংলগ্ন আনন্দবাজা‌রে এক ছাত্রী ও তার স্বামী‌কে মারধ‌রের অভিযোগ ওঠে স্থানীয় জা‌হিদ হোসেন জয় ও চরকাউয়া ইউনিয়ন প‌রিষদের সদস্য সাইদুল আলম লিটনসহ তা‌দের সহ‌যো‌গীদের বিরু‌দ্ধে। প‌রে বিশ্ববদ্যালয় শিক্ষার্থীরা জয় ও লিটনের বা‌ড়ি-ঘর ভাঙচুর এবং লিট‌নের বৃদ্ধ বাবা-মাকে মারধ‌র করেন বলে অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় শেখ রা‌সেল পাঠাগারও। সেখা‌নে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি ভাঙচু‌রের অভিযোগ ওঠে শিক্ষার্থী‌দের বিরু‌দ্ধে। ভাঙচু‌রের পর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক বন্ধ ক‌রে দেয়। পরবর্তী‌তে প্রশাস‌নের আশ্বা‌সে একঘণ্টা পর সড়ক অব‌রোধ থে‌কে স‌রে যায় শিক্ষার্থীরা এবং জয় ও লিটন‌কে গ্রেফতা‌রের জন্য আল‌টি‌মেটাম দেওয়া হয়। রা‌তেই ৬ জন‌কে আসামি ক‌রে মামলা ক‌রে ক‌রেন ওই ছাত্রীর স্বামী।




Archives
Image
শাহজালাল বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা
Image
বরিশালে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ জন নারীকে সম্মাননা প্রদান
Image
দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ
Image
হাদি-দীপু হত্যার বিচার চাইল কংগ্রেস-বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদ
Image
বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল