Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ৫, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রয়াত স্ত্রীর স্মরণে জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের গান 
Monday July 17, 2023 , 2:01 pm
Print this E-mail this

গানের শিরোনাম ‘জোনাকি যারে উড়িয়া’, গানটি গেয়েছেন সৈয়দ আশিক

প্রয়াত স্ত্রীর স্মরণে জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের গান


মুক্তখবর বিনোদন ডেস্ক : ২৮ জুলাই গীতিকার ও লেখক অনুরূপ আইচের  স্ত্রী মরহুমা শাহিদা আইচ নূশার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

অনুরূপ আইচ ও তার স্ত্রী শাহিদা আইচ নূশা

এ উপলক্ষে অনুরূপ আইচের লেখা নতুন একটি গান উপহার দেওয়া হয়েছে। গানের শিরোনাম ‘জোনাকি যারে উড়িয়া’। গানটি গেয়েছেন ক্লোজআপ তারকা খ্যাত সৈয়দ আশিক। এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল আশিক গ্যালারি থেকে। এই প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমার গানটি এ সময় রিলিজ পাওয়ায় অন্য রকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমার স্ত্রীর মৃত্যুর পর পর এই গানটি লিখেছিলাম। এই গানটি খুব সুন্দর গেয়েছেন সৈয়দ আশিক। আমার বিশ্বাস, এ গান যে একবার শুনবে, তার মনে দাগ কাটবে।’  অন্যদিকে সৈয়দ আশিক বলেন, “জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের গান গাইবার ইচ্ছা বা স্বপ্ন তো আমাদের জেনারেশনের সব শিল্পীরই থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি জানতাম না, অনুরূপ আইচ আমার গায়কী খুব পছন্দ করেন। তিনি একদিন আমাকে তার গান করার প্রস্তাব দেন। তারপর আমরা দু’জন মিলে দীর্ঘদিন ধরে একটা গান বানাই। সেই গানটিই হলো ‘জোনাকি যারে উড়িয়া’। আর এই গানটি তিনি লিখেছিলেন তার মরহুমা স্ত্রীকে নিয়ে। আশা করি, আমার গানের সকল শ্রোতা ও ভক্তের কাছে গানটি বেশ ভালো লাগব।




Archives
Image
বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা
Image
বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চুরি করতে এসে যুবক আটক
Image
ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা
Image
বরিশালের ছয়টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ
Image
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালপত্র লুট