Current Bangladesh Time
রবিবার ডিসেম্বর ২১, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাচারকালে ভোলার মনপুরায় কোটি টাকার তক্ষক উদ্ধার 
Friday April 14, 2023 , 11:34 pm
Print this E-mail this

বনবিভাগের কাছে হস্তান্তর, জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত

পাচারকালে ভোলার মনপুরায় কোটি টাকার তক্ষক উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি লম্বায় ১০ ইঞ্চি ও ওজন ৪০০ গ্রাম।বিকালে বনবিভাগের কাছে হস্তান্তরের পর উপজেলার জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোরে কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারী একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




Archives
Image
রাষ্ট্রীয় শোক দিনে বরিশালে আনন্দ-উল্লাসে মাতলো রেনাটা ফার্মাসিউটিক্যাল!
Image
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Image
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী