Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৮, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কুয়াকাটায় দুইদিনের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু 
Friday December 8, 2023 , 4:31 pm
Print this E-mail this

উদ্বোধন করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

পটুয়াখালীর কুয়াকাটায় দুইদিনের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু


মুক্খবর ডেস্ক রিপোর্ট : পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিনের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কুয়াকাটা সৈকত প্রাঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এর আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত প্রাঙ্গণে এসে শেষ হয়। উদ্বোধন শেষে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে ‘পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

 

শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার ল মো. শওকাত আলী, জেলা প্রশাসক (ডিসি) মো. নুর কুতুবুল আলম, পুলিশ সুপার (এসপি) মো: সাইদুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্রদেব ও অভিনেত্রী শামীমা তুষ্টি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: জাবের বলেন, সম্ভাবনাময় পর্যটন শিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে, তরুণদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই আমাদের উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারব। জানা গেছে, পটুয়াখালী জেলা ও উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিমিটেড, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যুর গাইড, হোটোল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনসহ সামাজিক সংগঠন ফেস্টিভ্যাল আয়োজনে সহযোগিতা করেছে।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন