Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ১৪, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন সিলেটের মাহজাবিন 
Thursday June 24, 2021 , 8:28 pm
Print this E-mail this

পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবিন ২০০৯ সালে পিতা-মাতার সাথে যুক্তরাষ্ট্রে যান

নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন সিলেটের মাহজাবিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সিলেটের মেয়ে মাহজাবিন হক। তিনিই নাসায় নিয়োগ পাওয়া একমাত্র বাংলাদেশি নারী। মাহজাবিন হক এ বছরই মিশিগান রাজ্যের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবিন ২০০৯ সালে পিতা-মাতার সাথে যুক্তরাষ্ট্রে যান। কর্মসূত্রে পিতা সৈয়দ এনামুল হক সিলেটে অবস্থান করেছেন। তবে যুক্তরাষ্ট্রে মাহজাবিনের সাথে আছেন মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক। সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে কর্মরত। তারা সিলেট নগরীর কাজীটুলাস্থ হক ভবনের স্থায়ী বাসিন্দা। এর আগে মাহজাবিন হক ওয়েইন স্টেইট ইউনিভার্সিটি অধ্যয়নকালে দুই দফায় টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্ণশিপ করেছেন। প্রথম দফায় তিনি ডাটা এনালিস্ট এবং দ্বিতীয় দফায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে মিশন কন্ট্রোলে কাজ করেন। মাহজাবীন হক জানান, দু দফায় ৮ মাস দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন তিনি। এই কাজের মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নাসা অ্যামাজন সহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পনী থেকে তিনি চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে নাসাকেই বেছে নেন তিনি। তার পিতা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে।




Archives
Image
বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
Image
দেশের ইতিহাসে রেকর্ড, স্বর্ণের ভরি ২১৩৭১৯, রূপা ৬২০৫ টাকা
Image
বিএনপি নেতা-কর্মীদের চাঁদাবাজি করতে দিয়েছি, সান্টুর বক্তব্যের ভিডিও ভাইরাল!
Image
বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Image
অকেজো সরঞ্জাম, ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা