Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নতুন কাউন্সিলর বুলবুল, অনুমোদন দিল বিসিবি 
Friday May 30, 2025 , 12:27 pm
Print this E-mail this

মেয়াদ স্রেফ ৪ মাস, আগামী অক্টোবরেই বিসিবি নির্বাচন

নতুন কাউন্সিলর বুলবুল, অনুমোদন দিল বিসিবি


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : ৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন কাউন্সিলর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করেছে তারা। বিসিবিও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে এসেছেন। ফারুকের কাউন্সিলর পদ বাতিল হওয়ার পর রাতে অনলাইনে বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। সেখানেই নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে অনুমোদন দেওয়া হয়। সব পরিচালকের উপস্থিতিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলের মধ্যেই নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হতে পারে বুলবুলের। বুলবুলকে যে বৈঠক থেকে অনুমোদন দিয়েছে বিসিবি, সেখানে আকরাম খানও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য অনাস্থা চিঠিতে সই করেননি। তা স্বত্বেও তিনি হাজির ছিলেন গত রাতের বৈঠকে। তবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বের মেয়াদ থাকবে স্রেফ ৪ মাস। আগামী অক্টোবরেই বিসিবি নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু করার দায়িত্বই বর্তাবে বুলবুলের কাঁধে।




Archives
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি