Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ভাড়া ফ্রি 
Saturday October 22, 2022 , 7:48 pm
Print this E-mail this

দু’জন নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান স্টাফরা

চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ভাড়া ফ্রি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে বরগুনার আমতলীগামী এমভি সুন্দরবন-৭ লঞ্চে যাত্রাপথে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (অক্টোবর ২২) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এমভি সুন্দরবন-৭ লঞ্চের ম্যানেজার মো: অপু রহমান। তিনি বলেন, ওই নারী বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার মো: শাহ্ জালালের স্ত্রী তামান্না বেগম (২৩)। ওই লঞ্চে শিশুটি এবং তার মা-বাবাকে আজীবন বিনা খরচে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে র্কতৃপক্ষ। জানা যায়, দিবাগত রাত ১টার সময় নদীতে চলমান লঞ্চে বাচ্চা প্রসব করেন ওই নারী। নিরাপদে সন্তান প্রসব হওয়ায় লঞ্চজুড়ে উৎসবের আমেজ বিরাজ করেছে বলে জানিয়েছেন যাত্রীরা। বিষয়টি লঞ্চের দায়িত্বরত স্টাফরা জানতে পেরে দু’জন নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান। এছাড়া একজন নারী চিকিৎসক সহায়তায় এগিয়ে এসে শিশুটি ও মা সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন। সুন্দরবন-৭’র ম্যানেজার অপু আরও বলেন, ওই নারীর প্রসব ব্যথায় শুরু হলে কেবিনে নেওয়ার আগে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। ছেলে ও মা দু’জনেই সুস্থ আছেন। আমরা সকালে নতুন জামা কাপড় ও মিষ্টি কিনে দিয়েছি। সুন্দরবন-৭ লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু সংবাদমাধ্যমকে বলেন, গভীর রাতে কেরানির ফোন পেয়ে চমকে গেলও খবরটি ছিল আনন্দের। কেরানি শাহ্ আলম বলেন, স্যার লঞ্চে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে শাহ্ আলমকে বলি, পরিবারকে জানিয়ে দিতে-এই শিশু সন্তান ও তার মা বাবার আমার মালিকানাধীন লঞ্চে সারাজীবন যাতায়াত করবে একদম ফ্রি।




Archives
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০
Image
এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Image
বরিশালে বায়োপসি পরীক্ষার নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ