Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৪, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এমভি ঈগল-৪ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে গাঁজাসহ তিনজন আটক 
Wednesday July 19, 2023 , 2:41 pm
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা-ওসি এটিএম আরিচুল হক

এমভি ঈগল-৪ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে গাঁজাসহ তিনজন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এমভি ঈগল-৪ নামের যাত্রীবাহী দোতালা লঞ্চ থেকে সারে ৯ কেজি গাঁজাসহ তিনজনেক আটক করা হয়েছে। এমভি ঈগল-৪ ঢাকা-ধুলিয়া ও কালাইয়াগামী লঞ্চ। বুধবার (জুলাই ১৯) ভোর রাতে বাউফল সার্কেলের সিনিয়র এএসপি শাহেদ আহমেদ চৌধুরী ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পটুয়াখালী সদর থানার জৈনকাঠি ইউনিয়নের কৌরাখালী গ্রামের রশিদ গাজির মেয়ে তানিয়া (২৪) ও বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান (২৮) এবং বাউফলের কালাইয়া বন্দরের মুনির (৩৮)। জানা গেছে, আটককৃত তানিয়া ও হাসান প্রেমিক-প্রেমিকা। তারা ফেনী জেলা থেকে গাঁজা বহন করে ঢাকা সদর ঘাট নিয়ে আসে। সেখান থেকে লঞ্চের স্টাফদের মাধ্যমে গাঁজাগুলো বাউফলের কালাইয়া বন্দরে মাদক ব্যবসায়ী মুনিরের কাছে পৌঁছে দেয়। এছাড়াও তারা বিগত সময়ে বিভিন্ন উপায়ে লঞ্চে যাতায়াতের অযুহাতে বিপুল পরিমান মাদক পটুয়াখালীতে সরবারহ করেছেন। লঞ্চের বিভিন্ন যাত্রীদের কাছেও তারা গাঁজা বিক্রি করত বলে জানা গেছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু