Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণে বিন্দু পরিমাণ ছাড় নয় : বিএমপি কমিশনার 
Sunday November 13, 2022 , 3:19 pm
Print this E-mail this

কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার কঠোর হুঁশিয়ারি পুলিশ কমিশনারের

অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণে বিন্দু পরিমাণ ছাড় নয় : বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটনের পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (নভেম্বর ১৩) সকাল সাড়ে ৯ টায় বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। এর আগে কল্যাণ সভার শুরুতেই সভাপতি বিএমপিতে কর্মরত এসআই (নি:) মোঃ ইউসুফ আলী হাওলাদার, টিএসআই মোঃ ফোরকানুল আলম হাওলাদার ও কনস্টেবল মোঃ শাহজাহান মিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা (বিপিএম বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা