Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু 
Sunday June 29, 2025 , 4:29 pm
Print this E-mail this

মাদক ও মদের সহজলভ্যতা এই ধরনের মৃত্যুর জন্য দায়ী

অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল ইসলাম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে মদ্যপানের পর রোববার (২৯ জুন) দুপুরে চিকিৎসাধীন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান তিনি। নিহত শাজিদুল রাজধানী ঢাকার একটি খাবার হোটেলে বয়ের কাজ করতেন এবং নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা। জানা গেছে, শনিবার সকালে শাজিদুল তাঁর বন্ধু হাবিবকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসেন। তারা কুয়াকাটার আবাসিক হোটেল ‘স্কাইভিউ’-এর ৪০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। সারাদিন পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে হোটেলে ফেরেন। এরপর, বন্ধু হাবিবের অজান্তে শাজিদুল একাই মদ্যপান করেন। এরপর রাতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরদিন রোববার সকাল ৯টার দিকে শাজিদুলের অবস্থার অবনতি হলে হাবিব তাঁকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে তারা সেখানেও না গিয়ে আবার হোটেল রুমে ফিরে যান। দুপুরের দিকে শাজিদুলের শারীরিক অবস্থার আরও অবনতি হলে, দ্বিতীয়বার হাসপাতালে নেয়া হয়। এ সময় কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো: রিয়াজ হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন। কমিউনিটি মেডিকেল অফিসার ডা: রিয়াজ বলেন, মদ্যপানজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামে এক পর্যটক আমাদের হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার মাধ্যমে আমরা তাঁর মৃত্যু নিশ্চিত করি।নিহতের সঙ্গে থাকা বন্ধু হাবিব জানান, শনিবার সারাদিন আমরা কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরেছি। রাতে হোটেলে ফিরে শাজিদুল আমার অজান্তে মদ্যপান করে। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে আমি তাঁকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকরা জানায়, সে মারা গেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, কুয়াকাটার পর্যটন এলাকায় এমন একটি মৃত্যুর ঘটনায় স্থানীয় ও পর্যটকদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, পর্যটন এলাকায় মাদক ও মদের সহজলভ্যতা এই ধরনের মৃত্যুর জন্য দায়ী। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং মাদক কিংবা অনৈতিক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড