Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিশু, প্রতিবন্ধী ও হিজড়াদের মাঝে এক করোনা যোদ্ধা সাজ্জাদ পারভেজ 
Friday May 8, 2020 , 7:48 pm
Print this E-mail this

অসহায় অবুঝ মুখগুলো ভাইরাসের সংক্রমণ বোঝে না, তাদের খাবার দরকার, পুষ্টি দরকার, দরকার বয়সোচিত পরিচর্যা

বরিশালে শিশু, প্রতিবন্ধী ও হিজড়াদের মাঝে এক করোনা যোদ্ধা সাজ্জাদ পারভেজ


নিজস্ব প্রতিবেদক : যে মুহূর্তে নিম্নআয়ের মানুষের পাশে দাড়াতে সরকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কাজ করে যাচ্ছে তখন নিম্নআয়ের পরিবারের শিশুদের পাশে দাড়িয়েছেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারে গিয়ে শিশুদের খাদ্য বিতরণ করছেন। এদের সাথে নগরীতে হিজড়া এবং প্রতিবন্ধীদের মাঝেও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করছেন এ প্রবেশন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, করোনা ভাইরাসের আগ্রাসনে সমাজের নানা অর্থনৈতিক অবস্থার মানুষ আজ দিশেহারা। নিম্নমধ্যবিত্ত মানুষগুলোর রোজগার নেই বললেই চলে। এতে করে বিপাকে এ সমস্ত পরিবারের শিশুরা। তাদের অসহায় অবুঝ মুখগুলো ভাইরাসের সংক্রমণ বোঝে না, তাদের খাবার দরকার, পুষ্টি দরকার, দরকার বয়সোচিত পরিচর্যা। এ সমস্ত অবুঝদের কথা বিবেচনা করে বরিশালের শিশু বান্ধব জেলা প্রশাসক অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় শিশু খাদ্য। এমনকি রাত-বিরাতেও তিনি খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ছুটে যান। যে কোন মাধ্যমে অভূক্ত মানুষের ঠিকানা নিশ্চিত হয়েই এই কর্মকর্তা ছোটেন খাদ্যসামগ্রী নিয়ে৷ এছাড়াও সাজ্জাদ পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীসহ স্নেহ বঞ্চিত শিশুদের সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ