Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই 
Sunday August 9, 2020 , 6:15 pm
Print this E-mail this

রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন। আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। সেই প্রেক্ষিতে ২০১৫ সালের ৩ জুলাই তাঁকে ব্যাংকক নেয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে একটি টিউমার রয়েছে এবং ক্যান্সারে পরিণত হয়েছে। এরপর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি তাঁর ক্যান্সারেরও চিকিৎসা চলছিল। গত কয়েকবছর ধরে খানিকটা সুস্থ ছিলেন দেশবরেণ্য এই গীতিকার ও সুরকার। গতকাল শনিবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মাঝখানে একটু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন। ফিরেছিলেন গানেও। লিখেছিলেন বেশ কয়টি গান। তাঁর স্ত্রী ফারজানা আলী গেল ১৭ জুন এক সাক্ষাতকারে জানান, শরীর খারাপ নিয়েও সাতটি গান লিখেছিলেন আলাউদ্দিন আলী। তারমধ্যে দুটি গানের সুরও করেছেন। শুধু মুখটার সুর দিয়েছেন। এমনকি করোনা নিয়েও একটি গান লিখেছেন তিনি। সেই গানের কথাগুলো-‘ফিরে যাও শান্তি দাও, আমরা বাঁচতে চাই/তোমার কারণে বন্দি আমরা, এইবার মুক্তি চাই। মুক্ত আকাশ মুক্ত বাতাস, আমাদের খুব প্রিয়/অনেক হয়েছে এবার তুমি/মুক্তি এনে দিও। জ্ঞানী-গুণী হারিয়েছি আমরা এবার তুমি থামো/বাঁচার অধিকার আছে সবার, এ কথাটি মানো।’ গত ৪ জুনেও একটি গান লিখেছেন আলাউদ্দিন আলী। গানটি রোমান্টিক। ফারজানা আলী বলেন, ‘সেদিন বৃষ্টি হচ্ছিলো। এই মুডই সেই গানটিতে তিনি রেখেছেন। গানের মুখ এরকম-‘‘ঝিরে ঝিরি বৃষ্টি ঝরে, মেঘ বয়ে যায়/হারানো প্রিয়তমা মন খুঁজে তোমায়। কোনো এক বৃষ্টি রাতে, হারিয়েছিলে তুমি/ সেই থেকে একা হয়ে আজও আছি আমি।’’ শুধু তাই নয়, গানের জন্য স্টুডিওতেও ফিরেছিলেন তিনি। বেশ আনন্দ নিয়ে তার সেই ফেরার খবর প্রকাশ করেছিলো এদেশের সংবাদ মাধ্যম। ২০১৯ সালের আগস্টের এক সন্ধ্যায় ফুয়াদ নাসের বাবুর স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। একটি দেশের গানের রেকোর্ডিং করেছেন। ‘মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতে’-এমন কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রয়াত কবির লেখা এই গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন আলীর স্ত্রী সংগীতশিল্পী ফারজানা আলী মিমি। তখন জানা গিয়েছিলো অনেক দিন আগেই এ গানটির সুর করেছিলেন আলাউদ্দিন আলী। অল্প কিছু কাজ বাকি ছিল। তাঁর অসুস্থতার জন্যই সেই কাজ পড়েছিলো। সুস্থ হয়েই আবারও গানটির সুরারোপ শেষ করে দেন তিনি। তবে সেই গান প্রকাশ হয়নি এখনো। তার আগেই চলে গেলেন এর সুরস্রষ্টা আলাউদ্দিন আলী।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ