Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৫:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরলেন দীঘি 
Wednesday August 26, 2020 , 8:53 am
Print this E-mail this

দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন

দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরলেন দীঘি


মুক্তখবর বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরলেন ঢালিউডে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি। এবার দুটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি ছবিতে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান। দীঘি বলেন, প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও (শাপলা মিডিয়ার কর্ণধার) আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি। এব্যাপারে প্রযোজক সেলিম খান বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে বাংলাদেশ চলচ্চিত্রে। প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলেছিলেন শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। এরপরই ডাক পান চলচ্চিত্রে। মা দোয়েল ও বাবা সুব্রত-দু’জনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথেই নেমে পড়েন ছোট্ট দীঘি। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবি উপহার দিতে শুরু করেন তিনি। একটা সময় তাকে ঘিরেই তৈরি হতো চলচ্চিত্রের গল্প। শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। মাঝখানে অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন দীঘি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ