Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী 
Monday January 20, 2020 , 1:02 pm
Print this E-mail this

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তার চিকিৎসায় ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ টাকা। যার ব্যয়ভার বহন করতে হাঁপিয়ে উঠেছে তার পরিবার। বিষয়টি নজরে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই তিনি আশ্বাস দেন পূর্ণ সহায়তা দেয়ার। এরই মধ্যে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রায় এক মাস শারীরিক কিছু জটিলতার কারণে এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাকে। তবে কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে তাকে আবারও কেমোথেরাপি দেয়া শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন তিনি। এদিকে শিল্পীর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ