Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২২, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চিকিৎসক অসিতপত্নী’র করোনা জয় 
Friday May 22, 2020 , 12:56 pm
Print this E-mail this

বাসায় থাকা সময়ে উভয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ওষুধ সেবন করেন

বরিশালের চিকিৎসক অসিতপত্নী’র করোনা জয়


নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাস প্রাণঘাতী করোনার সাথে সংগ্রাম করে অবশেষে জয়লাভ করলেন চিকিৎসকপত্নী লাভলী দাস। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অসিত ভুষন দাসের স্ত্রী। মে মাসে শুরুর দিকে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মেলে। পরে লাভলী দাস নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। বৃহস্পতিবার ফের তার নমুনা পরীক্ষা করলে প্রাপ্ত ফলাফলে রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ডা: অসিত ভুষন দাসের স্ত্রী লাভলী দাসের নমুনা পরীক্ষায় মে মাসের ১ তারিখ করোনার উপস্থিতি পাওয়া যায়। ওই দিন থেকে তাকে বাসায় একটি রুমে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং তার স্বামী অসিত ভুষণকেও ভিন্ন একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। স্বামী-স্ত্রী উভয়ে বাসায় থেকে প্রাণঘাতী করোনার সাথে প্রায় এক মাস যুদ্ধ করে সফল হয়েছেন। চিকিৎসক অসিত ভুষণ জানান, বাসায় থাকা সময়ে উভয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ওষুধ সেবন করেন। বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালে দ্বিতীয়বার পরীক্ষা করে করলে তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। করোনা জয়ের খবরে চিকিৎসক তার স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা  আর অভিনন্দন




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু