Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » “নারী” – কামরুন নাহার মুন্নী 
Tuesday August 25, 2020 , 6:03 am
Print this E-mail this

“নারী” – কামরুন নাহার মুন্নী


নারী
– কামরুন নাহার মুন্নী

উৎসর্গ – কন্যা,জায়া, জননী রূপে নিপীড়িত জনগোষ্ঠিকে!

আমাদের সময়ের নেই কোন দাম
আমরা খেটেই মরি, ঝরে যায় ঘাম!
ঘরে কিবা বাইরে সবখানেতে,
সালাম দিয়ে যে যাই মাথাটা পেতে।

গৃহের কর্তা যিনি আমি তাঁর বাদি,
হুকুম তামিল করে আড়ালেতে কাঁদি!
তাঁর ইচ্ছায় শুধু দিয়ে যাই সায়
আমার আমিটা হায় কোথায় হারায়!

ছেলে, মেয়ে আবদার করে দিনে, রাতে
না পারলে অভিমান আমারই সাথে।
ওরা যদি ভালো হয় বাপের সুনাম
মন্দ ঘটলে পরে মা’র বদনাম।

সবার খাওয়ার পরে খাই একমুঠো
জীবনের স্রোতে ভাসা যেন খড়কুটো!
পান থেকে যদি কভু খসে পড়ে চুন,
অফিসের বস রেগে হন যে আগুন।

আরও আছে লালসা, থাকে চোখে মাখা
নিদারুণ যন্ত্রণা ভাগ্যের চাকা!
যদিবা পুরুষ হয় সহযাত্রী
নিরবে পেষণ করে দিবারাত্রি।

পথে ঘাটে লোকজন অবহেলা করে
তাকায় এমন যেন, বুঝি বই পড়ে!
জীবন মঞ্চে শুধু করি অভিনয়
আমি করি যা কিছুই, পুরুষের জয়।

ভাঙে ঘর, দোষ কার? বৌ নয় ভালো
স্বামীটা দুধের ধোয়া, জগতের আলো।
দোষের নন্দঘোষ এই আমি নারী
ভাগাড়ের মরা যেন, তাই কাড়াকাড়ি!

শকুন সমাজ রোজ ছিঁড়ে, কেটে খায়
রসিক পুরুষ দেখে তালিয়া বাজায়।
তখন ছিলাম যা, আজও তাই আছি
সময়ের দর্পণ খুব কাছাকাছি!




Archives
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ