Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ক্রেতা-বিক্রেতাদের ৫০ হাজার টাকা জরিমানা 
Friday May 22, 2020 , 6:33 pm
Print this E-mail this

অভিযান চলাকালে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে র‌্যাব-৮ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ

স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ক্রেতা-বিক্রেতাদের ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশাল নগরীর ৬টি প্রতিষ্ঠান এবং ১৪ ক্রেতাকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ‍এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং আতাউর রাব্বী। অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় ১৪ ক্রেতাকে ৫০০ টাকা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানা এবং গির্জামহল্লা এলাকায় শাটার বন্ধ অবস্থায় ভেতরে ২৫-৩০ জন ক্রেতা সমাগম করায় বৈশাখি কাপড়ের দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং দোকানটি সিলগালা করা হয়।

অপরদিকে নগরীর গির্জামহল্লা, চকবাজার, পুলিশ লাইন ও ফলপট্টি এলাকায় ৫টি দোকানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযান চলাকালে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে র‌্যাব-৮ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার