Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাইবার ক্রাইমে জড়িত এমন অজ্ঞাত ৫ ব্যক্তিকে শনাক্তে মাঠে নেমেছে বরিশাল পুলিশ 
Tuesday February 4, 2020 , 6:44 pm
Print this E-mail this

সাইবার ক্রাইমে জড়িত এমন অজ্ঞাত ৫ ব্যক্তিকে শনাক্তে মাঠে নেমেছে বরিশাল পুলিশ


নিজস্ব প্রতিবেদক : সাইবার ক্রাইমে জড়িত এমন অজ্ঞাত ৫ ব্যক্তিকে শনাক্তে মাঠে নেমেছে বরিশাল পুলিশ। শহরের স্থানীয় জনৈক এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমুলক তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হাফিজুর রহমান নামের ওই ব্যবসায়ীর মামলার সূত্র ধরে কোতয়ালী থানা পুলিশের একটি আইটি বিশেষজ্ঞ একটি টিম তাদের লাগাম টেনে ধরতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। মামলার বাদী হাফিজুর রহমানের মালিকানাধীন পোর্টরোডস্থ আবাসিক সিকদার হোটেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পতিতা বৃত্তির অভিযোগ এনে গত ৩১ তারিখ অগ্রাধিকার নামক অখ্যাত একটি পোর্টাল থেকে এই ভেগ তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সম্পাদক প্রকাশক বিহিন পরিচালিত পোর্টালটি এছাড়াও বরিশালের একাধিক পেশাদার সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তি বিশেষের বিরুদ্ধেও অপপ্রচার চালায়। পরিচিত ব্যবসায়ী হাফিজুর রহমান এই ঘটনায় কোতয়ালি পুলিশের সহয়তা চেয়ে এ অপপ্রচার বা অপরাধে জড়িতদের শনাক্তে একটি অভিযোগ করেন। পুলিশ ২ ফেব্রুয়ারি ওই হোটেল ব্যবসায়ীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ পরবর্তী জড়িতদের খুঁজতে শুরু করে। পুলিশ সূত্র জানায় তাদের প্রাথমিক তদন্তে অগ্রাধিকার নামক ওই পোর্টালটির পরিচালনা পর্ষদে কে বা কারা রয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া না গেলেও একটি সূত্র পাওয়া গেছে। নামবিহীন পরিচালিত পোর্টালটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাইম করতে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত। তাছাড়া অগ্রাধিকার নামক ডোমেনটি যে হোস্টিংএ নিবন্ধিত তার মালিককে শনাক্ত করা গেছে। ভাটিখানার বাসিন্দা যুব বয়সি আকিব মাহামুদ শুভ পরিচালিত একটি কোম্পানির সার্ভার থেকে অগ্রাধিকার নামের পোর্টালটি সহয়তা নিচ্ছে। অভিন্ন তথ্য দিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, তাদের প্রাথমিক অনুসন্ধানে এই ক্রাইমে পরিচিত বেশ কয়েকজন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম অপ্রকাশ রেখে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, পুলিশ এই অপরাধের শেখর তুলে নিয়ে আসতে আকিব মাহামুদ শুভ নামের ডেভলপারকেই প্রথমত বাগে আনতে চাইছে। কোতয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এই অপরাধের সাথে জড়িত একাধিক ব্যক্তি হলেও বাদির অভিযোগে এক জনের নাম তুলে ধরা হয়েছে। মূলত তাকে ধরা গেলেই বাকিদের নামও প্রকাশ্যে আসবে বলেও জানাগেছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস