Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক সংগঠন ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’র বনভোজন 
Wednesday February 26, 2020 , 11:12 am
Print this E-mail this

দুপুর গড়িয়ে বিকেল হলেও যেন উল্লাসে কোন কমতি ছিল না

সাংবাদিক সংগঠন ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’র বনভোজন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের অদূরে কীর্তনখোলার পশ্চিম তীর জনপদে সাংবাদিক সংগঠন ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’র বনভোজন আয়োজনকে কেন্দ্র করে এক মাহেন্দ্রক্ষণের অবতারণা ঘটে। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি এক সারিতে এসে উল্লাস-আনন্দে সামিল হন বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার দুপুরের এই আয়োজন একটা পর্যায়ে যেন মিলন মেলাতে রুপ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো পাশে কীর্তনখোলার পশ্চিম তীরে মধ্যহ্নভোজ শেষ বাংলা গায়ের তালে তালে নেচে ওঠেন অংশগ্রহণকারীরা। দুপুর গড়িয়ে বিকেল হলেও যেন উল্লাসে কোন কমতি ছিল না। বরং মাঝের সারাটা সময় সেখান পরিবেশে উৎসবমুখরতা বিরাজ করে। আলোচিত এই সাংবাদিক সংগঠনটির পূর্ব প্রতিশ্রুতির আলোকে মঙ্গলবার সকাল থেকে চলে তাদের প্রস্তুতি। বেলা ১টার দিকে শহরের চরকাউয়া খেয়াঘাট থেকে পরপর দুটি বিশালাকারের ট্রলারযোগে শুরু হয় যাত্রা। মিনিট বিশেক ট্রলারটি চালিয়ে যাওয়ার পরে সকলের দৃষ্টি কাড়ে সবুজঘেরা কীর্তনখোলার পশ্চিম তীর জনপদ। সভাপতি হাসিবুল ইসলাম ও নির্বাহী সদস্য আসাদুজ্জামানসহ অন্যান্যরা ছিলেন এই ট্রলারটিতে। আশপাশে তেমন একটা বসতি না থাকায় বোঝার উপায় ছিল না যে এটি বরিশালের শহরের অংশ। সেখানে প্রথম ট্রলারটি থামিয়ে অপেক্ষা দ্বিতীয় ট্রলারের। মূলত সেই ট্রলারেই সংগঠনের সাধারণ সম্পাদক ভোজনসামগ্রী নিয়ে রওনা হয়েছেন। চলছে জোরালো শব্দে গান। কিছুক্ষণ পরে অপেক্ষার অবসান ঘটে। ট্রলারটি তীরে থামতেই হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন সকলে। সাথে নাচ-গান। কেউ কেউ ব্যস্ত ছিলেন মোবাইল হাতে সেলফি তুলতে। নামাযের সময় হওয়ায় সিনিয়র সাংবাদিক মো: মোশাররফ হোসেনসহ অনেকে জামাত আদায় করেছেন নদীতীরেই। বলা চলে সবকিছু মিলিয়ে সেখানকার পরিবেশ ছিল ব্যতিক্রম। যে বিষয়টি অংশগ্রহণকারী অনেকেই ব্যক্ত করেছেন, বলেছেন এক দুপুরের আনন্দ অভিজ্ঞতা। সকলেই এমন আয়োজনের উদ্যোগ নেওয়ায় নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালকে সাধুবাদও জানিয়েছেন।




Archives
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
বরিশালে অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সিনথিয়ার
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন