Current Bangladesh Time
সোমবার মে ১৩, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাত্র ১৫ মিনিটের ব্যবধানে বরিশাল করোনা ইউনিটে চিকিৎসাধীন দু’জনের মৃত্যু 
Tuesday May 26, 2020 , 5:00 pm
Print this E-mail this

মারা যাওয়া নারীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া, পুরুষ রোগীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে বরিশাল করোনা ইউনিটে চিকিৎসাধীন দু’জনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ২টার দিকে একজন এবং দুপুর ২টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। দুপুর পৌনে ২টার দিকে মারা যাওয়া ওই নারীর (৫০) বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াকান্দি গ্রামে। অপরদিকে দুপুর ২টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৫৫) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। দুপুর ১টার পর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে থাকে। পৌনে ২টার দিকে তাঁর মৃত্যু হয়। শেবাচিম পরিচালক ডা: মো: বাকির হোসেন আরও বলেন, এছাড়া দুপুর ২টার দিকে করোনা ইউনিটে পুরুষ এক রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীও করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির সময় তাঁর অবস্থা খারাপ ছিল। দ্রুত তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। দুপুর ২টার দিকে তাঁরও মৃত্যু হয়।




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান