Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাংবাদিক ফেরদাউস সোহাগের ফোন : ১২ নাবিককে ‍উদ্ধার করলো বিমানবাহিনী 
Wednesday May 26, 2021 , 7:30 pm
Print this E-mail this

উদ্ধার অভিযানে থাকা পাইলট ও নাবিকদের পরিবারের সবাই তার এই মহতি উদ্দোগ্যকে সাধুবাদ জানায়

বরিশালের সাংবাদিক ফেরদাউস সোহাগের ফোন : ১২ নাবিককে ‍উদ্ধার করলো বিমানবাহিনী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘূর্নিঝড় ইয়াসার কবলে পরে বঙ্গবসাগরে নিয়ন্ত্রণ হারানো ১২ নাবিককে জীবিত উদ্ধার করলো নৌ ও বিমান বাহিনীর দুইটি উদ্ধারকারী হেলিকাপ্টার। এর পূর্বে সময় টিভির বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন আসে যে গভীর বঙ্গবসাগরে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নদী বন্দর ছেড়ে এসে গভীর রাতে একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ঝড়ের কবলে পরে ডুবে যায়। এর মধ্যে ১২জন নাবিক ছিলো। তাদের মধ্যে কেউ একজন বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন দেয় এবং তারা বাঁচার আকুতি জানায়। সাংবাদিক ফেরদাউস সোহাগ তাৎক্ষনিক নৌ বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি অবহিত করেন। নৌ-বাহিনী আবার বিমান বাহিনীর সহযোগীতা নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘন্টা খোজা-খুজির পরে লাইটার জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয় এবং জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করে চট্টগ্রাম জহিরুল হক ঘাটিতে নিয়ে আসেন। বিমান বাহীনির পক্ষ থেকে সেখানে তাদের সব ধরণের সেবা প্রদান করা হয়। উদ্ধার অভিযানে থাকা পাইলট ও নাবিকদের পরিবারের সবাই সাংবাদিক ফেরদাউস সোহাগের এই মহতি উদ্দোগ্যকে সাধুবাদ জানায়। তারা জানান, ফেরদাউস সোহাগের একটি ফোনের জন্যই ১২জন নাবিককে আজ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু