Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের শায়েস্তাবাদ পল্লীতে তিন বছরের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা! 
Friday May 1, 2020 , 6:08 pm
Print this E-mail this

নিহত শিশুর দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে জাকিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন

বরিশালের শায়েস্তাবাদ পল্লীতে তিন বছরের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শায়েস্তাবাদ পল্লীতে তিন বছরের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করে পড়শী স্ত্রী জাকিয়া বেগম নারী। পরে নিজেদের আত্মরক্ষার্থে লাশটি বাড়ির অদূরে একটি ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। কিন্তু স্থানীয় কাউনিয়া থানা পুলিশ সদর উপজেলার কোদালিয়া নামক ওই পল্লী থেকে বৃহস্পতিবার সন্ধ্যারাতে হামিমের লাশটি উদ্ধার করে। পরে পুলিশ হত্যাকান্ড সম্পর্কে নিশ্চিত হয়ে ওই নারীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশ ও নিহত শিশুর স্বজনেরা জানান, বৃহস্পতিবার অপরাহ্নে স্থানীয় কোদালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম কবিরাজের ছেলে শিশু হামিম আকস্মিক নিখোঁজ হলে স্বজনরা তল্লাশি শুরু করে। কিন্তু অনেক খোঁজা-খুঁজির পরেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতে অনুসন্ধান চালিয়েও সন্ধান নিশ্চিতে ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পরে এনায়েত ও জাকিয়ার ৪ বছরের ছেলে সন্তান খেলার সাথী হামিমের লাশ অদূরে ডোবার কচুরিপানার নিচে জানিয়ে দেয় এবং তার মা জাকিয়া এই হত্যাকান্ড কীভাবে সংঘটিত করেছে সে বর্ণনাও পুলিশকে জানিয়ে দেয়। নিহতের চাচা আবুল বশার বরিশালটাইমসকে জানান, জাকিয়ার ছেলে তার ছোট ভাই সালামের সন্তানের সাথে খেলা করতে প্রায়শই তাদের বাড়িতে আসে। এতে ক্ষুব্ধ জাকিয়া কখনও কখনও তার ছেলেকে রাগারাগি করে। এই বিষয়টি জানতে পেরে গত বুধবার জাকিয়ার ছেলেকে হামিমের কাছে আসতে আব্দুস সালাম নিষেধ করলে একদিনের মাথায় ঘটলো এই খুনের ঘটনা। থানা পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির অদুরে খেলা করার সময় হামিমকে টেনে হিচড়ে নিয়ে যায় জাকিয়া। পরে তাকে মারধর করে পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে চুবাতে থাকে। এতে শিশুটির মৃত্যু হলে পরে পাশের আরেকটি পরিত্যাক্ত ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। জাকিয়ার নিজের ছেলে সন্তানের তথ্যানুসারে রাতে কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে হামিমে লাশটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে জাকিয়াকে গ্রেপ্তারের পরে সে প্রথমে সকল পুরো ঘটনাটি স্বীকার করলেও পরক্ষণে মানসিক ভারসাম্যহীনদের মতোর আচারণ করছে। সম্ভবত সে নিজেকে রক্ষার্থে কৌশল অবলম্বন করতে পারেন বলে ধারণা করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিহত শিশুর দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে জাকিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান ওসি।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি