Current Bangladesh Time
বুধবার মে ২২, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী 
Wednesday April 17, 2024 , 9:51 pm
Print this E-mail this

যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী

বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের দুই উপজেলার ২৬ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। বুধবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ। এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থীরা। বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান, বরিশালের দুই উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদ পড়েছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলায় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাও দিয়েছিলেন। তবে তিনি মনোনয়নের জামানত ফি জমা না দেয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। পূর্বের ন্যায় এবারেও উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় এ দুই উপজেলায় বেশীরভাগই আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। বরিশাল সদর উপজেলা নির্বাচনের প্রার্থী বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর এস এম জাকির হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সমানভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের জন্য প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করবো। আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নেই, দল-মত নির্বিশেষে আমি সকলকে নিয়ে কাজ করবো। বরিশাল সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচন করেন। আর জনগন তাদের ভোটের মাধ্যমে এমন একজন ব্যাক্তিকে নির্বাচিত করেন যাকে দিয়ে তাদের সকল আশাঁ-ভরসা পূর্ন হবে। আমি যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে সদর উপজেলার প্রতিটি সড়কের সংস্কার করা। সদর উপজেলার সাধারন মানূষদের সাথে নিয়ে আমি সেই কাজ গুলো করতে চাই।অপরদিকে, বরিশাল জেলা ছাত্রলীগের উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হাদিস মীর ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতা পেয়ে সাংবাদিকদের বলেন, আমি বরিশাল সদর উপজেলাবাসীর সেবার লক্ষে প্রার্থী হয়েছি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। হাদিস মীর আরও বলেন, সাধারণ মানুষের ভোটে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে কোন বৈষম্য না করে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বৈধতা পেয়েছেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম (ছবি), বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মাহাবুবুর রহমান মধু ও সমাজেসেবক মো: আব্দুল মালেক। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম (সজিব), বরিশাল মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মো: জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ নেতা শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, মো: হাদিস মীর ও মো: মাহিদুর রহমান (মাহাদ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শিক্ষিকা নেহার বেগম, একই পরিবারে (জা) মারিয়া আক্তার ও অ্যাডভোকেট মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপি। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), নিয়ামত আবদুল্লাহ, রাজিব আহম্মদ তালুকদার, মো: কামরুল ইসলাম খান, মো: ফিরোজ আলম খান, মিজানুর রহমান, মো: শাখাওয়াত হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন মো: সাইফুর রহমান, মো: শাহবাজ মিঞা, কামরুল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে তহমিনা বেগম ও জাহানারা বেগমের। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২১০ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৯৫ হাজার ৯৭ জন নারী ও ১ লাখ ১১০ জন পুরুষ ভোটার রয়েছেন। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন ও ভোটার নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি