Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চরকাউয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ 
Thursday December 30, 2021 , 6:28 pm
Print this E-mail this

হেলপারের বেপোয়া ভাবে বাসটি চালানোর কারণে এ দূর্ঘটনাটি ঘটে

বরিশালের চরকাউয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে পার্কিংয়ে থাকা অনামিকা ঢাকা মেট্রো জ-১১-০০৮০ গাড়ীর বিপরীত থেকে আসা পপুলার নামে বরিশাল জ ১১-০০২৬ নং গাড়ীটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়। ঘটনাটি বৃহস্পতিবার (ডিসেম্বর ৩০) বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটে। খবরটি শুনে দ্রুত ঘটনা স্থানে ছুটে আসেন ফায়ার সার্ভিসের দুইটি টিম। স্থানীয় সূত্রে জানা গেছে, খাদে পড়া বাসটির ভিতর থেকে নারী-পুরুষ সহ ১০ আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী কবির জানায়, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাটের উদ্দ্যেশে পপুলার নামে বাসটি যাত্রী নিয়ে আসার পথে ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে আসলে বাসের হেলপার জাহিদ ওরফে ধলু ছনে মসজিদ এলাকার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পুকুরে মধ্যে পড়ে যায়। বাসের মধ্যে থাকা একাধিক যাত্রী বলেন, বাসে নিদিষ্ট চালক না থাকার কারণে বাসের মালিক সুমন নিজেই বাসটি চালিয়ে দিনারের পোল এসে হেলপারের কাছে হস্তান্তর করে দেন। হেলপারের বেপোয়া ভাবে বাসটি চালানোর কারণে এ দূর্ঘটনাটি ঘটেছে। তবে দূর্ঘটনায় কোন ব্যাক্তির বড় ধরণের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান। তিনি বলেন, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাট আসার পথে একটি বাস খাদে পড়ে। বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলফার পালিয়েছে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত