Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ 
Tuesday March 17, 2020 , 7:50 pm
Print this E-mail this

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’

বরিশালের কীর্তনখোলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ


নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামে এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। সোমবার রাত ১০টার দিকে নৌবন্দরস্থ নদীতে মাছ ধরার সময় আবু জাফর নামের এক জেলের জালে ধরা পরে এ প্রজাতির একাধিক মাছ। যার ভেতরে দুটি মাছের ওজন ২ কেজির বেশি বলে জানা গেছে। জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দ বিন্দু ছাপ রয়েছে। কয়েকমাস আগে একই প্রজাতির আরও একটি মাছ ধরা পড়েছিল কীর্তনখোলা নদীতে। গুগলে তথ্য অনুসন্ধান করে জানা গেছে- সাকার মাউথ ক্যাটফিসের বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus। মাছটি Hypostomus plecostomusLoricariidae পরিবারভুক্ত। সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়। বরিশাল মৎস্য অফিসের একজন কর্মকর্তা বলেন-“এই মাছটি বিদেশি মাছ। বিভিন্ন দেশে এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়।” এটি একিউরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হলেও দেশের যশোর অঞ্চলে এটি চাষ হয় এবং ওই অঞ্চলের মানুষ এই মাছ খায়ও। বন্যার কারণে ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছটি ভেসে আসতে পারে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস