Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় ১৪ দোকানের দোকান ভাড়া নেবেন না দোকান মালিক 
Monday March 23, 2020 , 8:32 pm
Print this E-mail this

বিক্রি অনেক কমে গেছে, ক্রেতা নেই বললেই চলে, এসব বিবেচনা করে দোকান মালিক ভাড়া মওকুফ করে দিয়েছেন

বরিশালের আগৈলঝাড়ায় ১৪ দোকানের দোকান ভাড়া নেবেন না দোকান মালিক


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে দোকানিদের কথা চিন্তা করে ১৪টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাসেল মিয়া। সোমবার (২৩ মার্চ) বিকেলে রাসেল মিয়া তার ভাড়াটিয়াদের কাছে চলতি মাসের ভাড়া মওকুফের কথা জানিয়ে দেন। মালিকের এমন ঘোষণায় ব্যাপক খুশি দোকানের ভাড়াটিয়ারা। ভাড়াটিয়ারা জানান, উপজেলার পয়সারহাট হাইওয়ে সড়কের পাশে ১৪টি দোকান রয়েছে মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মো: রাসেল মিয়ার। দোকানগুলো ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল বিক্রি করে আসছেন তারা। গত কয়েক দিনে বিক্রি অনেক কমে গেছে। ক্রেতা নেই বললেই চলে। এসব বিবেচনা করে দোকান মালিক রাসেল মিয়া ভাড়া মওকুফ করে দিয়েছেন। স্টলের মালিক মো: রাসেল মিয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ কারণে ভাড়াটিয়াদের মন্দা যাচ্ছে। ক্রেতা নেই। তাদের আর্থিক সংকট দেখা দিয়েছে। বিষয়টি তারা আমাকে জানিয়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না বলে জানিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে আগামী মাসের ভাড়া মওকুফ করা হবে। ভাড়াটিয়া শাহাদাত দাড়িয়া বলেন, দোকান ভাড়া নিয়ে টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি করছেন। তবে গত ১০ দিন ধরে বিক্রি নেই বললেই চলে। সংকটের সময় দোকান মালিক আমাদের চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন। রাসেল মিয়ার মহানুভবতার জন্য তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!