Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 
Tuesday October 5, 2021 , 12:26 pm
Print this E-mail this

সন্ত্রাসী হামলার প্রতিবাদ, অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জেষ্ঠ্য সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (অক্টোবর ৫) সকাল ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এম আরিফুর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশে অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন-নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস ‍উদ্দিন সুমন, বরিশাল নিউজ ‍এডিটর কা‍উন্সিল’র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রিপন হাওদার সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানকে হত্যা চেস্টার মামলায় শীর্ষ মাদক কারবারি সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর বটতলা থেকে সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তার পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।




Archives
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!