Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ২৮৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক 
Sunday January 24, 2021 , 6:29 pm
Print this E-mail this

ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ২৮৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পোর্টরোড এলাকা থেকে বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। আজ রোববার (২৪ জানুয়ারী) বেলা ১০টার দিকে ফেন্সিডিল নিয়ে ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক মো: সেরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিনোদনগর গ্রামের আলহাজ্ব মো: মোহর আলী মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, সেরাজুল বরিশালে বিভিন্ন সময়ে মাদকের চালান নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় রোববার সকালেও সে ফেন্সিডিলের চালান নিয়ে এসেছিল এবং নির্ধারিত স্থানে পৌঁছে দিতে ভূমি অফিসের সামনে অপেক্ষা করছিল। কিন্তু এর আগে র‌্যাবের টিম তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালালে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রিতে দীর্ঘদিন ধরে জড়িত এবং বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে বলে স্বীকার করে। এমনকি এবার বরিশালে কার কাছে ফেন্সিডিলের চালান পৌঁছাতে যাচ্ছিলেন, সেই বিষয়টিও স্বীকার করেছে। কিন্তু র‌্যাব তদন্ত স্বার্থে সেই বিষয়টি নিশ্চিত করেনি। এ ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো: আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।




Archives
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আবারও উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল, একাধিক যানবাহন ভাঙচুর
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন