Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রধান শিক্ষিাকার কাছ থেকে ১০ বস্তা শিশু খাদ্য বিস্কুট উদ্ধার! 
Wednesday May 13, 2020 , 1:20 pm
Print this E-mail this

স্কুলে বিস্কুট রাখার স্থান সংকুলন, আত্মসাতের বিষয়টি এই মুহুর্তে সঠিক করে বলা যাচ্ছে না-অফিসার ইনচার্জ (ওসি)

বরিশালে প্রধান শিক্ষিাকার কাছ থেকে ১০ বস্তা শিশু খাদ্য বিস্কুট উদ্ধার!


শামীম আহমেদ : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রিপুর চরফেনুয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিাকা তাসলিমা বেগম ও তার আত্বিয়ের বাসা থেকে ১০ বস্তা ইউনিসেফের শিশু খাদ্য বিস্কুট উদ্ধার করেছে এলাকাবাশী ও স্থানীয় চৌকিদার। মঙ্গলবার শেষ বিকালে এসব মালামাল উদ্ধার করে পুলিশ হেফাজতে জমা রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শ্রিপুর চরফেনুয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিসেফ থেকে ১০ বস্তা শিশু খাদ্য (বিস্কুট) দেয়া হয়। স্কুলের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম সেই বিস্কুট শিশু শিক্ষার্থীদের বিতরণ না করে নিজ বাসা ও অপর এক আত্বিয়ের বাসায় রেখে দেয়। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা শ্রিপুরের স্থানীয় চৌকিদার সোহেল ও কাউসারকে শিশুদের খাদ্য উদ্ধারের নির্দেশ দিলে তারা প্রধান শিক্ষিকার বাসা থেকে ২ বস্তা ও তার নিকটতম এক আত্বীয়ের বাসা থেকে আরো ৮ বস্তা বিস্কুট উদ্ধার করেন। পরে উদ্ধর করা বিস্কুট শ্রিপুর স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মিজানের নিকট জমা রাখা হয়। এব্যাপারে আজ ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করবেন ও উদ্ধার করা বিস্কুট শিশুদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা জানতে পেরেছেন স্কুলে বিস্কুট রাখার স্থান সংকুলন থাকার কারণে নিরাপদ হেফাজতে রাখা হয়েছিল। আত্মসাতের বিষয়টি এই মুহুর্তে সঠিক করে বলা যাচ্ছে না।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু