Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌকার নির্বাচনী অফিসে দূর্বৃত্তদের আগুন 
Monday November 8, 2021 , 12:16 pm
Print this E-mail this

অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ-ওসি কমলেশ হালদার

বরিশালে নৌকার নির্বাচনী অফিসে দূর্বৃত্তদের আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুরে নির্বাচনী সহিংসতায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহমেদ শাহরিয়ার বাবুর নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার গভীর রাতে কে বা কারা এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় একটি সুত্র। রায়পাশা কড়াপুরের তিন নম্বর ওয়ার্ডের কারিকর বাড়ি ভোট কেন্দ্র সংলগ্ন কারিকর বাড়ি পুলের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার, ওসি (তদন্ত) এবং ওসি অপারেশন সহ কর্মকর্তাগন পরিদর্শন করেন। সেসময় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহমেদ শাহরিয়ার বাবু বলেন, যেই এই জঘন্য কাজ করছে তাদের জন্য আইন আছে। পুলিশ ঘটনাস্থলে এসে সরজমিনে বিষয়টা দেখেছে, তারা তাদের মত ব্যাবস্থা নিবে আশাকরি। পাশাপাশি উপস্থিত নেতা কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, আমি ওখানে গিয়েছিলাম আগুনে নির্বাচনী অস্থায়ী অফিস কাপড় দিয়ে তৈরি থাকায় বেশ কিছু অংশ পুড়েছে। নৌকা মার্কার প্রার্থীকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তিনি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস