Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নারীবান্ধব গ্রন্থাগার বিষয়ক আলোচনা অনুষ্ঠান 
Monday March 9, 2020 , 9:41 am
Print this E-mail this

আলোচকরা গণগ্রন্থাগারকে নারীবান্ধব করার বিভিন্ন উপয় নিয়ে আলোচনা করেন

বরিশালে নারীবান্ধব গ্রন্থাগার বিষয়ক আলোচনা অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক : গণগ্রন্থাগার অধিদপ্তর ও বৃটিশ কাউন্সিল’র যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন, তারই ধারাবাহিকতায় গতকাল ৫ মার্চ গণগ্রন্থাগার বরিশাল এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে “নারীবান্ধব গ্রন্থাগার” বিষয়ক আলোচনা অনুষ্ঠান।উক্ত আলোচনায় আলোচোক ছিলেন-কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা, ছিলেন দিলরুবা অনিকা প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বরিশাল মোসাঃ সামসুন্নাহার লেকচারার, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর বরিশাল। ইসমত আরা খানম সমাজসেবা অফিসার (নিবন্ধন) জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল। আলোচনায় আলোচকরা গণগ্রন্থাগারকে নারীবান্ধব করার লক্ষে বিভিন্ন প্রয়োজনীয় দিক তুলে ধরেন এবং বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান। শামীমা সুলতানা তার আলোচনায় গণগ্রন্থাগারে একটি নারী কর্নারের প্রয়োজনীয়তার কথা বলেন এবং এটা বাস্তবায়ন হলে তার সুবিধা বর্ণনা করেন। প্রধানত নারী পাঠক বৃদ্ধি পাবে বলে মনে করেন এবং নারীদের গণগ্রন্থাগার মুখি করতে গণগ্রন্থাগারে যদি কর্তিপক্ষ নারী দিবস, রোকেয়া দিবস রোকেয়া দিবস পালন করেন। নারীদের উপস্থিতির জন্য পদক্ষেপ গ্রহন করতে পারেন তাহলে এর মাধ্যমে নারীরা গ্রন্থাগার মুখি হবে এমনটাই প্রত্যাশা, দিলরুবা অনিকা গণগ্রন্থাগারকে ডিজিটাইজ করার প্রয়োজনের কথা বলেন এবং তার নানা সুবিধাজনক দিক নিয়ে আলোচনা করেন। আলোচকরা গণগ্রন্থাগারকে নারীবান্ধব করার বিভিন্ন উপয় নিয়ে আলোচনা করেন এবং সরাসরি দর্শকের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেন। অলোচনা শেষে বরিশাল গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ আলোচকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস