Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান 
Thursday November 17, 2022 , 4:05 pm
Print this E-mail this

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন

বরিশালে তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল জিলা স্কুলের অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক ‍মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প বলেন ‍যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির (বুলু)। এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিস মো: রিয়াদুল ইসলাম বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী অফিসার লেলিন বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তরের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহম্মদ গোলাম কবির (বুলু) বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এ আয়োজন। পরাধীনমুক্ত অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির পিতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়টা জেলে কাটিয়েছেন। তাঁর সন্তানেরা পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। সন্তানদের জাতির জনকের সাথে দেখা করতে জেল খানার গেটে যেতে হতো। এমন দেশদরদী নেতার দেশাত্ববোধের জন্য আমরা আজেকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় দশজন বিজয়ীকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়। গণযোগাযোগ অধিদপ্তরের (এপিএ) নিয়মিত প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি