Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবি পুলিশের অভিযান, ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 
Tuesday September 29, 2020 , 12:05 pm
Print this E-mail this

উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকা, আটক করা হয় মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে

বরিশালে ডিবি পুলিশের অভিযান, ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ শেখ মো: রিয়াজ উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকা। গতকাল দুপুর দেড়টার দিকে মহানগরীর কাউনিয়া থানাধীন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ জনৈক আক্তারুজ্জামান’র ভাড়াটিয়ার ঘর থেকে ওই মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শেখ মো: রিয়াজ উদ্দিন পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার জগন্নাথকাঠী গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি চরবাড়িয়ায় আক্তারুজ্জামানের দ্বিতল বাসভবনের নীচ তলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নগরীর সিএন্ডবি রোডস্থ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: মনজুর রহমান-পিপিএম (বার) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার মো: রবিউল ইসলাম শামীম’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আব্দুল হালিম খন্দকার ও এসআই মো: দেলোয়ার হোসেন-পিপিএম’র টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আক্তারুজ্জামানের মালিকানা ভবনের নীচ তলার উত্তর পার্শ্বের রিয়াজ উদ্দিনে ভাড়া বাসায় তল্লাশী করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে। এই ঘটনায় গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মো: মনজুর রহমান।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস