Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় 
Friday March 1, 2024 , 9:49 pm
Print this E-mail this

বিতার্কিকদের উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায়

বরিশালে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায় গতকাল শুক্রবার মুখর ছিল নগরীর আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশন। অংশগ্রহণকারী ৭টি বিদ্যালয়ের বিতার্কিকরা লটারীর মাধ্যমে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বিতর্কে অংশ নেয়। দিনশেষে চ্যাম্পিয়ান হয় সরকারি বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ বরিশাল জেলা স্কুল। বিতর্ক শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ্’র সহধর্মীনি লুনা আবদুল্লাহ। পুরস্কার বিতরণের আগে তিনি বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের প্রশংসা করে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক। আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞান পিপাসু হবে। সমকালের এ আয়োজন আমাদের ভবিষ্যত প্রজন্মকে কুংসংস্কার, সন্ত্রাস, মৌলবাদ ও মাদক থেকে দুরে রাখবে। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো: আখতারুজ্জামান বলেন, মন ও মননের সঙ্গে বিজ্ঞানকে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞান শিক্ষা সংবিধানে আবশ্যক করা হলে তার ধারাবাহিকতায় সমাজ, সংস্কৃতি, শিক্ষায় বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটবে তৃনমূল পর্যন্ত। প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বরিশাল জিলা স্কুল বানারীপাড়া বালিকা বিদ্যালয়কে, শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয় আছমত আলী খান ইনস্টিটিউটকে, সরকারি বালিকা বিদ্যালয় অক্সফোর্ড মিশন স্কুলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় অনুপস্থিত থাকায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উন্নীত হয় সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেমিফাইনালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জিলা স্কুল ফাইনালে উন্নীত হয়। প্রতিযোগীতাপূর্ন ফাইনাল রাউন্ডে সরকারী বালিকা বিদ্যালয়কে ১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান হয় জিলা স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রানার্স আপ দলের দলনেতা রাইয়ান শেখ। উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ বরিশাল শাখার আহ্বায়ক অসিত রায় এবং সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব শামীম মাহমুদ। সমম্বায়ক ছিলেন বরিশাল ব্যুরো ইনচার্জ সুমন চৌধুরী। বরিশাল জেলা পর্বের বিতর্ক উৎসবে অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হচ্ছে- বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়, আছমত আলী খান (একে) ইনস্টিটিউশন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মডেল স্কুল অ্যান্ড কলেজ, অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যলয়। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক বির্তাকিকের দাদীর আকস্মিক মৃত্যুতে তারা প্রতিযোগীতায় অংশ নেননি।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি