Current Bangladesh Time
সোমবার মে ১৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দু’জনের ১০ বছর করে কারাদণ্ড 
Sunday July 31, 2022 , 8:15 pm
Print this E-mail this

চাকরির কথা বলে ঢাকার মিরপুরে এনে যৌন ব্যবসায় বাধ্য করে ফারুক ও মিনি পারুয়া

বরিশালে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দু’জনের ১০ বছর করে কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চাকরি দেওয়ার কথা বলে যৌন ব্যবসায় বাধ্য করার দায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দু’জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (জুলাই ৩১) বিকালে এ দণ্ডাদেশ দিয়েছেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলো-উজিরপুর উপজেলার বাগড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে ফারুক হোসেন ও একই উপজেলার জামবাড়ি এলাকার পারুয়ার মেয়ে মিনি পারুয়া। রায় ঘোষণার সময় ফারুক আদালতে উপস্থিত থাকলেও মিনি পারুয়া পলাতক ছিল। মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম সোহাগ বলেন, ‘২০০৯ সালের ৫ জানুয়ারি চাকরি দেওয়ার কথা বলে উজিরপুর উপজেলার দুই বোনকে ঢাকার মিরপুরে এনে যৌন ব্যবসায় বাধ্য করে ফারুক ও মিনি পারুয়া। দীর্ঘদিন তাদের সন্ধান করে পায় পরিবার। বিষয়টি জানাজানি হলে ওই বছরের ৩ মার্চ দুই বোনকে উজিরপুরগামী লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ২৭ মার্চ ফারুক ও মিনি পারুয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন এক বোন। একই বছরের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই মিজানুর রহমান আসামি ফারুক ও মিনি পারুয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় দেন বিচারক। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান