Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ 
Thursday August 5, 2021 , 10:45 pm
Print this E-mail this

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার

বরিশালে করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মো: সিরাজুল ইসলাম নামের ওই চিকিৎসক গতকাল বৃহস্পতিবার (আগস্ট ৫) রাত সাড়ে ৯টার দিকে মারা যান। ক্যাপ্টেন ডা: মো: সিরাজুল ইসলাম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। গত সপ্তাহে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান ডা: সিরাজুল। রিপোর্টে করোনা পজেটিভ হলে তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কারোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এতে অনেকটা সুস্থ বোধ করছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে পূণরায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত সোড়ে ৯চায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৮০ বছর বয়সের কাছাকাছি এই চিকিৎসক ছিলেন সদা হাস্যোজ্জ্বল সদালাপি। সকলেরই কাছে তিনি গরীবের ডাক্তার হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি নগরীর জিয়া সড়ক ছাড়াও নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে আজাদ অপটিকস্-এ চেম্বার করতেন। তিনি বরিশালের প্রখ্যাত চিকিৎসক ডা: খাদেম হোসেনের ছেলে। ছয় ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনিই সর্বজ্যেষ্ঠ। তাঁর একমাত্র পুত্র, ডা: আদনানুল ইসলামও পেশায় একজন চিকিৎসক এবং মেয়ে কানাডা প্রবাসী। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনাকালে তিনি নগরীর সদর রোডে ব্যক্তিগত চেম্বার ও বিভিন্ন দাতব্য সংগঠনে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। তাঁর মৃত্যুতে  শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদা জানান। শুক্রবার (আগস্ট ৬) বাদ জুমা নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু