Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত 
Thursday July 14, 2022 , 4:21 pm
Print this E-mail this

মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত

বরিশালে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (জুলাই ১৪) বেলা ১২টায় নগরীর সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি। এতে আরো বক্তব্য রাখেন-কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী মিয়া মো: আব্দুল হান্নান, বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, জেলার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রিমন, আখতার হোসেন শপ্রু, রুস্তুম আলি ফরাজী সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন; জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাডভোকেট এম এ জলিল। প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল বলেন, সরকার আজকে দেশে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে তামাসায় পরিনত করেছে। তারা ক্ষমতায় থাকার জন্য মানুষের অধিকার হরন করে নিয়েছে। আমরা এখন সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। মানুষ এখনও উৎকন্ঠায় রয়েছে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার পুনরায় ফিরে পাবে নাকি শাষক গোষ্টির ইচ্ছায় ভোট হবে তাই নিয়ে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু হোসাইন মোহম্মাদ এরশাদ ৮১ সালে দেশের এক কান্তিকালের সময় এদেশের জনগনের জানমাল রক্ষার্থে বিনা রক্তপাতে শাষনভার গ্রহন করেছিলেন। পুনরায় তিনি এদেশের সম্পদ রক্ষা ও মানুষের মঙ্গল কামনা করে বিনারক্তপাতহীনভাবে শাষনভার ছেড়ে দিয়ে সাধারন মানুষের কাতারে এসে নির্বাচন করেছেন যা বিশ্বে এধরনের নজির বিহীন ইতিহাস আর নেই। তাপস আরো বলেন, আজ যারা অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে রেখেছে তারা স্বৈরাচারকেও হারিয়ে দিয়েছে। সরকার এতদিন স্বিকার না করলেও এবার তারা স্বিকার করে নিয়েছে যে দেশ থেকে কোটি কোটি টাকা তাদের দলীয় লোকজন পাচার করেছে। সে কারনে দেশের টাকা ফিরিয়ে আনার নামে মানুষকে বোকা বানানোর জন্য সংসদে বিল পাশ করে। তিনি বলেন যে টাকা দেশের বাহিরে চলে গেছে তা এত সহজে ফিরিয়ে আনা সম্ভব না। পরে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরসাদের রুহের মাগফেরাত করা সহ জাতীয় পার্টি সকল প্রর্যায়ের নেতা কর্মীদের সুস্থতা কামনা করা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস