Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১৬ 
Wednesday April 17, 2024 , 1:09 am
Print this E-mail this

অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ১৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক সেবনের দায়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (এপ্রিল ১৬) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড পিআর) মো: তোতা মিয়া ও পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন, মাসুমুর রহমান বিশ্বাস, কমলেশ চন্দ্র হালদার, মো: ছগির হোসেনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল চিল, হোটেল চারু, হোটেল ভোলা, হোটেল নক্ষত্র প্যালেস, হোটেল সুইডেন প্যালেস হতে ছয়জন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন স্টাফসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই সব হোটেলগুলোয় অনৈতিক কার্যক্রম সংগঠিত করা ও তাতে সহায়তা করছিলেন। এছাড়াও অভিযানে মাদক সেবন করে রাস্তায় মানুষের শান্তি ভঙ্গের কারণে বিএমপি অধ্যাদেশ ২০০৯’র ৮১ ধারা অনুযায়ী দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে এবং অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি, হোটেল মালিক, ম্যানেজার ও পৃষ্ঠপোষকসহ সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু