Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আ.লীগের সমাবেশে মোবাইল হারালেন অর্ধশত নেতা-কর্মী 
Friday December 3, 2021 , 8:38 pm
Print this E-mail this

সিম ও মোবাইলের আইইএমআই নম্বর দিয়ে ফোন খোঁজার চেষ্টা চলছে

বরিশালে আ.লীগের সমাবেশে মোবাইল হারালেন অর্ধশত নেতা-কর্মী


নিজস্ব প্রতিবেদক : পার্বত্য শান্তিচুক্তি দিবসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে এসে অর্ধশতাধিক নেতা-কর্মী মোবাইল হারানোর অভিযোগ করেছেন। তাদের মধ্যে ২০ জন থানায় সাধারণ ডায়েরি করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত জিডিগুলো করা হয়। শান্তিচুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে নগর ভবনের সামনে সমাবেশ ও র‍্যালি আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে জেলার হাজার খানেক নেতা-কর্মী অংশ নেয়। র‍্যালি শেষে বিকেল থেকে নেতা-কর্মীরা ফেসবুকে মোবাইল হারানোর স্ট্যাটাস দিতে থাকেন। সাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম জসীম লেখেন, তিনি র‍্যালির সময় মোবাইল ও ১০ হাজার টাকা হারিয়েছেন। ব্রজমোহন কলেজের ছাত্র জানান, নগর ভবনের সামনে র‍্যালি করে বাড়ি ফেরার পথে দেখেন তার মোবাইল নেই। র‍্যালির সময় নগর ভবনের সামনে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রায় ৫০ জন তাদের কাছে এসে মোবাইল হারানোর অভিযোগ করেছেন। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হোসেন বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত থানায় ২০টি মোবাইল হারানোর জিডি হয়েছে। সবাই মোবাইল হারানোর স্থান সমাবেশ ও র‍্যালি যেখানে হয়েছে সেখানে বলেছেন।’ থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সিম ও মোবাইলের আইইএমআই নম্বর দিয়ে ফোন খোঁজার চেষ্টা চলছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু