Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্চিত, থানায় মামলা 
Wednesday January 12, 2022 , 12:25 pm
Print this E-mail this

আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে-ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্চিত, থানায় মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকায় বেড়াতে গিয়ে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীকে লাঞ্চিতের ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ঐ ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই তিনজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। একাডেমিক কার্যক্রমসহ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানান উপাচার্য। এছাড়া বুধবার (জানুয়ারি ১২) কোন বিক্ষোভ কর্মসূচি হয়নি ক্যাম্পাসে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটন ও তার অনুসারী জয়সহ কয়েক বখাটের হামলার শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধসহ মেম্বার লিটন ও তার অনুসারী জয়ের বাড়ি এবং স্থানীয় একটি ক্লাব ভাঙচুর করে। পরে পুলিশের আশ্বাসে মঙ্গলবার রাতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাতেই ঐ শিক্ষার্থীর স্বামী সোহাগ হাসান বাদি হয়ে মেম্বার লিটন মোল্লা, তার অনুসারী জয় এবং মাকুন মোল্লার নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতার অভিযান চালাচ্ছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু