Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক লিপন গ্রেফতার 
Friday November 12, 2021 , 2:05 pm
Print this E-mail this

পলাতক আসামীকে আটক করে আদালতে সোপদ্র করেছি-অফিসার (ইনচার্জ) ওসি নুরুল ইসলাম

বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক লিপন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা (দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শেষে নগরীর ফকিরবাড়ি সড়ক থেকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (নভেম্বর ১২) নগরীর ফকিরবাড়ি শিক্ষক ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপদ্র করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জে এম আমিনুল ইসলামের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের পক্ষ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ দেয়া সহ জাল-জালিয়াতির মাধ্যমে জমি দখলের অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, মুলাদী উপজেলার যুবদলের সাবেক ক্রিড়া সম্পাদক মোঃ সোহেব সিকদারকে উপজেলার স্বেচ্ছাসেবকদলের সভাপতি করার কথা বলে চলতি বছরের ১৫ মে ২ লক্ষা টাকা গ্রহণ করে পরবর্তীতে অন্যলোককে সভাপতি করায় সোহেব সিকদার ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় টিম লিডার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিচার প্রত্যশা কামনা করে অভিযোগ দায়ের করে। অন্যদিকে জেলার মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন সোনাপুর গ্রামের হাজী মোঃ শাহজাহান হাওলাদারের জমি জালিয়াতি দলিলের মাধ্যমে জমি দখল করে নেওয়ার অভিযোগে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতার করা প্রসঙ্গে কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার (ইনচার্জ) ওসি নুরুল ইসলাম বলেন, আমরা কোন বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকে গ্রেফতার করি নাই। তবে জে এম আমিনুল ইসলাম নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতারি পরোয়ানা পলাতক আসামীকে আটক করে আদালতে সোপদ্র করেছি। এবিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি এ্যাড. মোঃ আঃ মালেক বলেন, ঢাকার রমনা থানার রাজনৈতিক হয়রানিমূলক বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক করেছে। আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে লিপনের মুক্তির দাবী জানাই।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস