Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’-এই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 
Thursday March 5, 2020 , 7:26 pm
Print this E-mail this

প্রত্যেক শিশু কন্যাকে শিক্ষায় সু-শিক্ষিত করা হলে নারী উন্নয়ন এগিয়ে যাবে-বরিশাল জেলা প্রশাসক

‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’-এই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক : ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’-এই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সকল উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি পালিত হয়। বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, শুধু মাত্র ব্যানার, ছবি তোলা, সভা-সমাবেশের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। প্রত্যেক শিশু কন্যাকে শিক্ষায় সু-শিক্ষিত করা হলে নারী উন্নয়ন এগিয়ে যাবে। এছাড়া প্রতিটি পরিবার থেকে সচেতন হলে বন্ধ হয়ে যাবে নারী নির্যাতন। আমাদের জাতির পিতা নারীর ভাগ্য উন্নয়নে দেশ পরিচালনায় যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তা আজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এসময় আরো বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সভাপতি অধ্যাপিক শাহ সাজেদা, বরিশাল জেলা মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা পুষ্প রানী চক্রবর্তী, উন্নয়ন সংস্থা আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আইসিড ‘র উপদেষ্টা আনোয়ার জাহিদ, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ। এর পূর্বে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যদের নিয়ে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে শেষ হয়।




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান