Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ৪:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন’র নতুন উদ্যোগ শিশুদের জন্য “স্নেহের পরশে” 
Thursday May 7, 2020 , 12:00 am
Print this E-mail this

ঘরে থাকুন, নিরাপদ থাকুন, আপনার প্রিয়জন ও প্রিয় মাতৃভূমিকে নিরাপদ রাখি, করোনা ভাইরাস প্রতিরোধে একে অন্যকে সহযোগিতা করি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন’র নতুন উদ্যোগ শিশুদের জন্য “স্নেহের পরশে”


মো: সজিব হোসেন ফরাজী : আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কারিগর। লক ডাউন চলছে। সবকিছু বন্ধ। স্বপ্ন তো থেমে নেই। থেমে থাকে না। আমাদের স্বপ্নগুলো লক ডাউন বোঝে না। ভাইরাস সংক্রমণ’র কারণে শিশুদের বাবার কাজ বন্ধ। তাকে স্বাগত জানানোর অনেক পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সেগুলো কিছুই হচ্ছে না। পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন’র নতুন উদ্যোগ “এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান” এর “স্নেহের পরশে” হতাশায় এক টুকরো আনন্দ দেওয়ার জন্য ক্ষুদ্র এই প্রয়াস। তার আনন্দ যেন ম্লান না হয়ে বাবা-মা এর কাছে কিছু সময়ের জন্য হলেও স্বস্তির ও আনন্দের জন্য এই আয়োজন। মা-বাবার সেই স্বপ্নের পথে, নতুন মেহমানের আগমনী বার্তাকে একটু সহজ করতে কাউখালীতে উপজেলা প্রশাসন এখন পর্যন্ত ১৫ শিশুকে স্নেহের পরশে পৌঁছে দেওয়া হয়েছে। কাউখালীতে উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে এ কার্যক্রম চলবে বলেও জানা গেছে। আসুন আমরা সবাই মিলে সকলের যাত্রা পথটা একটু সহজ, আনন্দময় করার চেষ্টা করি। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আপনার প্রিয়জন ও প্রিয় মাতৃভূমিকে নিরাপদ রাখি। করোনা ভাইরাস প্রতিরোধে একে অন্যকে সহযোগিতা করি – এমনটাই প্রত্যাশা কাউখালীতে উপজেলা প্রশাসন’র। 

 “স্নেহের পরশে” এর প্রতিটি প্যাকেটে থাকছে :
১. জামা ১ সেট
২. টাওয়েল
৩. সরিষার তেল
৪. সাবান ২টা
৫. হ্যান্ড স্যানিটাইজার
৬. মুড়ি হাফ কেজি
৭. চিড়া ১ কেজি
৮. চিনি ১ কেজি
৯. ছোলা ১ কেজি
১০. আলু ১ কেজি
১১. ঢেড়স ১ কেজি
১২. পুইশাক ১ কেজি
১৩. কলা ২ হালি
১৪. কালি জিরা ১০০ গ্রাম।
১৫. বাংগি ১ টা
১৬. হরলিক্স ১ টা।




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান