Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম সচেতনতা মাস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা 
Wednesday September 22, 2021 , 11:10 pm
Print this E-mail this

অধ্যাপক ডাঃ শিখা সাহা’র সভাপতিত্বে স্বাগত বক্তেব্য রাখেন, ডাঃ হাওয়া আক্তার জাহান

পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম সচেতনতা মাস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম সচেতনতা মাস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় বরিশাল আনোয়ারা নার্সিং কলেজের হল রুমে ওই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচ এবং বরিশালের ল্যাপারসকপিক সার্জন, সাবেক সভাপতি ওজিএসবি ও পিওসিএস ক্লাব, অধ্যাপক ডা: লায়লা আরজুমান বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা: খুরশিদ জাহান। সভাপতি ওজিএসবি বরিশাল, অধ্যাপক ডাঃ শিখা সাহা’র সভাপতিত্বে স্বাগত বক্তেব্য রাখেন, ডাঃ হাওয়া আক্তার জাহান। পরে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেডএইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজের গাইনী  বিভাগীয় প্রধান ও সাইন্টিফিক সেক্রেটারিঃ অধ্যাপক ডাঃ জিনাত আরা নাসরিন, সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সভাপতি ওজিএসবি বরিশালঃ ডাঃ হাওয়া আক্তার জাহান। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রানী, প্রভাষক সুরমা সুলতানা, হেপি মন্ডল, শান্তা ইসলাম, নুসরাত জাহান ও ইনস্ট্রাক্টর সজীব মন্ডল, নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন-বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডা: সমরেন্দ্র সরকার, ডা: সোনালী দত্ত, ডা: সুধীর অধিকারী, ডা: বিউটি রানী রায়, ডা: আনোয়ার হোসেন, ডা: আকবর হোসেনসহ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ এবং ম্যাটস’র শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহকারী অধ্যাপক ও একাডেমিক পরিচালক সুদীপ কুমার নাথ।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস